জনাব রুনেল চাকমা, পরিচালক (ভারপ্রাপ্ত),
জনাব রুনেল চাকমা ০১ নভেম্বর ২০০৪ তারিখে সহকারী পরিচালক হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটিতে যোগদান করেন। এ ইনস্টিটিউটে যোগদানের পূর্বে তিনি রাঙ্গামাটি পৌরসভায় কর্মরত ছিলেন। ২০ এপ্রিল ২০০৯ তারিখ তিনি ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জনাব রুনেল চাকমা ৫ মে ১৯৭৪ সালে রাঙ্গামাটি সদর উপজেলার বনরূপা গ্রামে এক সম্ভান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি -----------------------------উচ্চ বিদ্যালয় হতে মানবিক বিভাগে এসএসসি পাশ এবং------------------------- কলেজ হতে এইচএসসি, --------------------------কলেজ থেকে স্নাতক এবং রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
তিনি চাকুরী জীবনে ফিলিপাইন ও ভারত ভ্রমণ করেন।
ব্যক্তিগত জীবনে রুনেল চাকমা বিবাহিত। তার স্ত্রী মিত্রা চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামজিক সেবা প্রদান প্রকল্পের” মাঠ সংগঠক হিসেবে কর্মরত। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।