Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২২

এক নজরে

এক নজরে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটি :

বাংলাদেশের  দক্ষিণ-পূর্ব প্রান্তে  ৫০৯৩  বর্গমাইল  এলাকা  জুড়ে অবস্থিত গিরিনির্ঝরিণী  হ্রদ,  নদী, পাহাড়  পর্বত  এবং অরণ্যের  মায়াবী  লীলা  নিকেতন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম  অঞ্চল। এই  পার্বত্য  অঞ্চলটি  ৩টি  জেলায়  বিভক্ত।  এই  তিনটি  জেলা  হলো  রাঙ্গামাটি,  খাগড়াছড়ি  ও বান্দরবান পার্বত্য জেলা।  স্মরণাতীত  কাল  থেকে  এই  পার্বত্য  চট্টগ্রাম  অঞ্চলে  বিভিন্ন  ক্ষুদ্র  নৃগোষ্ঠী  তাদের  নিজস্ব  ভাষা,  সাহিত্য, রীতিনীতি,  সমাজব্যবস্থা  এবং  ঐতিহ্যবাহী   সংস্কৃতি  নিয়ে  বসবাস  করে  আসছে। এই  ক্ষুদ্র  নৃগোষ্ঠীরা  হলো-  চাকমা,  মারমা,  ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো,  লাসাই, পাংখোয়া,  বম,  খিয়াং,  চাক, খুমি ও গুর্খা। এই  সকল  ক্ষুদ্র  নৃগোষ্ঠীর  ঐতিহ্যবাহী সংস্কৃতির  সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশ  সাধন  এবং  ঐ সকল  সংস্কৃতিকে  দেশের  জাতীয়  সংস্কৃতির  মূল স্রোতধারার  সহিত  সম্পৃক্তকরণের  উদ্দেশ্যে  তৎকালীন  শিক্ষা  মন্ত্রণালয়ের  ক্রীড়া  ও সংস্কৃতি  বিষয়ক  বিভাগের  স্মারক  নং-এফ.২/৪৯/৭৬-(সি)/৫০০/৭, তারিখ-ঢাকা-২২.০৬.১৯৭৬ খ্রি:  মূলে  ১৯৭৮ সালে  রাঙ্গামাটিতে  ক্ষুদ্র নৃগোষ্ঠীর  সাংস্কৃতিক ইনস্টিটিউট  প্রতিষ্ঠিত  হয়।  প্রতিষ্ঠার পর থেকে এই ইনস্টিটিউট তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে আসছে। বিগত  ১২  এপ্রিল ২০১০ইং মহান জাতীয় সংসদে ”ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০” শিরোনামে আইন প্রণীত হয়।  এই আইনের  মাধ্যমে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটি  একটি  সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে  রূপলাভ  করে। বর্তমানে  এই  ইনস্টিটিউট  সংস্কৃতি বিষয়ক  মন্ত্রণালয়ের  নিয়ন্ত্রণাধীন  একটি  সংবিধিবদ্ধ  সংস্থা  হিসাবে  আইন দ্বারা নির্ধারিত  কার্যক্রম  সুষ্ঠুভাবে সম্পাদন  করে  আসছে।